Skip to content

রূপটা দেখে নয় মোঃ রুহুল আমিন গাজী

মোঃ রুহুল আমিন
রূপটা দ
ভুল মানুষে দিলে হৃদয়
কাঁদবে আজী- বন,
দুখে কষ্টে কাটবে জীবন
দগ্ধ হবে মন।

মনটা দেবে সুজন চিনে
রূপটা দেখে নয়,
এমন সুজন চিনতে গেলে
কষ্ট করতে হয়।

মুখোশ পরা মানুষ জনে
সমাজ ভরা আজ,
চিনতে পারা কঠিন তাদের
আছে ভালো সাজ।

একটু ভেবে খুঁজতে থাকো
যাচায় করে নিন,
হৃদয় দিলে তাহার ‌লাগী
বাজবে বিষের‌ বীণ।

সঠিক মূল্য মিলবে তবে
যদি তাহার পাশ,
থাকবে ভালো জগৎ মাঝে
কাটবে বারো মাস।

মন্তব্য করুন