একদিকে পুকুরের জল, অন্য দিকে নব যৌবনে ভরা ধান ক্ষেত
আর মাঝখানে বসে আমি
কী অপূর্ব এই দৃশ্যখানি ।
এ যে রুপসী বাংলা মহারানী ।
মৃদু মায়াবী দখিনা হাওয়ায়
আল্ত আল্ত ভাবে ওসে ঢেউ খেলায়
কাঁচা ধানের ভেজা গন্ধ
এক শ্বাসে প্রান জুড়ায়, অনুভূত হয় মহানন্দ ।
ঐ দূর প্রান্তের কোকিলেরও ডাক ভেষে আসে হেতায়
যেনো সেতা পারদর্শী শিল্পি ধারালো ভাবে পিয়ানো বাজায়
কী অপূর্ব এই দৃশ্যখানি ।
এ যে রুপসী বাংলা মহারানী ।
কলাপাতার তলে ঝরঝর বৃষ্টির জলে
ভোরের দোয়েল নেয় ঠাঁই
তাহা দেখে বুকের মাঝে কীযে শান্তি পাই ।
বৃষ্টি জলে পুকুরের কবলে
ভেষে থাকা হাঁসেরা
নিরলস নেচে যায়, আনন্দে আত্বহারা ।
কী অপূর্ব এই দৃশ্যখানি ।
এ যে রুপসী বাংলা মহারানী ।