মেঘের কালো ছায়া
জমে ছিল দক্ষিণের দিকে ,
মাতাল হাওয়ার স্রোতে এক পশলা বৃষ্টি
রিমঝিম শব্দ আর সুর সৃষ্টি করে ।
কোথায় যে হারিয়ে গেছে সোনালী দিন গুলো
ভেবে নিয়ে ভাবুক হৃদয় ,
পিচ ঢালা পথ বুঝি
হার মেনেছে
জলস্রোতের কাছে ,
ছোট বালকের দল ঝাঁপিয়ে সাঁতরে যায় ওপাড়ে ।
এই বৃষ্টিতে জমে উঠে নতুন প্রেম কাহিনী
গরম কফি আর দারুচিনি ডোনাটের
সুগন্ধ ভরে আছে এই বৃষ্টির রিমঝিম শব্দের সাথে ।
কয়েকটি লাইন লিখতে পারা
শুধুই তোমারই জন্য ।