Skip to content

রাতের আকাশ – শামীমা খালিদ শাম্মী

প্রতিদিন নিয়ম করে রাতের আকাশ দেখি
আকাশের বিশালতায় নিজেকে খুঁজি,
ঘুমন্ত এই পৃথিবীতে আমি সন্তপর্ণে জাগি
রাতের আকাশ ডাকে আমায় রোজ,
রাতের আকাশ, মিটিমিট তারা
রাত জাগা পাখি,জোনাকির মেলা,
প্রিয় গল্পের বই,কবিতার কিছু শব্দ চয়ন
পুরোনো দিনের গানের সেই মিষ্টি আবেশ।

কখনো ঘন আঁধারে নিস্তব্ধতায় হারাই
কখনো জ্যোৎস্নায় মেখে নেই
বুকের অব্যক্ত বিলাপের চাপা আর্তনাদ
খোলা জানালায় আকাশের মায়ায়
কোমল পরশে একা জেগে আমি,
মুগ্ধ আবেশে নিগূঢ় নিমগ্নতায়
আয়েশ করে বসে নিস্তব্ধতার সুবাস
মাখি রাতের চাদরে জড়াই নিজেকে।

বুনো ফুলের সুবাস মাখা স্নিগ্ধ বাতাস
আঁধারের আড়ালে লুকানো রাতের নিরবতা,
তারাদের হাতছানি,যেন হাত বাড়িয়ে
স্পর্শ করলেই ঝরে পড়বে আঁচলে
নিশুতি রাত করুণ বাঁশির সুরে
কে যেন ডেকে যায় তার প্রেয়সীরে
খোলা আকাশ,অজস্র নক্ষত্ররাজি
ক্ষয়ে যাওয়া চাঁদের ফালি
নিরব যাপিত জীবনের নিরবতা
আর কিছু অজানা প্রশ্ন।

মন্তব্য করুন