Skip to content

রাতদিন সাতদিন – নিত্যানন্দ ব্যানার্জী

ভেসেছি তোমার গানের সুরে
শ্রাবণ রাতের বেলায় ,
আমার হৃদয় আকাশ জুড়ে
তোমার হৃদয় খেলায়।
গগন ঝরা বাদল ধারায়,
মনটি আমার অমনি হারায়,
বক্ষে নিতে দু’হাত বাড়ায় ,
চেতন হাওয়ায় উড়ে ।
ভাসি যেন পাগলপারা সুরে।
রিম ঝিম ঝিম কলধ্বণি ;
কাঁকন নূপুর ওঠে রণি’,
আমি তখন প্রমাদ গণি ,
আকুল করা সুরে ।
আঁধার রাতে একলা ঘরে,
দখিন খোলা হাওয়া,
আঘাত করে আমার দ্বারে,
করে আসা যাওয়া ।
বন্ধ দুয়ার শিউরে ওঠে,
তোমার ছোঁয়ায় চক্ষু ফোটে,
বিজলী বাজের শক্ত জোটে,
হয় না তরী বাওয়া ।
তোমার সুরের মূর্ছনাতে,
ঘায়েল হয়ে বর্ষা রাতে,
ধরতে তোমায় হাতেনাতে,
আমার তরী বাওয়া।
নতুন দিনের প্রথম কিরণ,
বুদ্ধিদীপ্ত ভোরের হিরণ ,
পুনঃ পুনঃ মন: পীড়ন,
সইতে না পেরে,
বর্ষারাতের বারি ধারায় ,
নয়নভানু তাইতো হারায়,
চিন্তারাশি গগন ছাড়ায়,
যাব না আর হেরে ।
প্রভাত ফেরী ফিরুক বন্ধদ্বারে ।

মন্তব্য করুন