নৃশংসতায় ভরে গেছে দুনিয়া
খুন , জখম আর মানুষ খুন চারিদিকে
নিস্তার নেই কো এই সমাজের
হিংস্র মানুষের কবল থেকে ।
হত্যালীলা আর মারামারি এখন
বাঙালির জল – ভাত
রাজনীতির পাল্লায় পড়ে আজ
চামচিকিও মারে লাথ ।
দলের সাথে হও যদি একমত
তবেই তুমি বাঁচবে স্বাধীন ভাবে ,
প্রতিবাদ মিছিলে নামলে বুঝবে ঠেলা
আগুনে পুড়িয়ে তোমায় মারা হবে ।
তার চেয়ে বরং দূরে থাকায় ভালো
রাজনীতিতে যোগ না দিয়ে
শুনে যাও শুধু কী বলছে ওরা
তবেই তুমি বাঁচবে নিরাপদে ।