Skip to content

রসিক দাদু শিহাব রিফাত – মোঃ ইব্রাহিম হোসেন

রসিক দাদু শিহাব রিফাত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-০৬-২০২৪ ইং

সাহিত্যের এক অনুষ্ঠানে
দুই জনের এই পরিচয়,
শিহাব রিফাত আলম কবি
ইব্রাহিমের বন্ধু হয়।

ইব্রাহিমের ভাবনা ছিলো
শিল্পপতি মহাজন!
এক টেবিলে বসা তবু
হয় না মধুর আলাপন।

খুব ধনী তাই ভাবনা বিভোর
ইব্রাহিমে লুকায় মুখ,
রাজাধিরাজ বিখ্যাত জন
প্রসারিত করেন বুক।

হঠাৎ করেই কথার ছলে
ফুটলো হাসি তাঁর মুখে,
রসিক দাদা মিশুক ভেবে
প্রাণ ভরে যায় তাই সুখে।

সাদাসিধা মনের মানুষ
নাই পোষা তার অহংকার,
কী অপরূপ সৃষ্টি বিধির
দেখতে লাগে চমৎকার!

একটা দিনের সাক্ষাতে পাই
মিষ্টি হাসি টক ভাষণ,
শিহাব রিফাত আলম দাদু
আমজনতার প্রিয়জন।

উৎসর্গ: কবি শিহাব রিফাত আলম।
রচনাঃ মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী।

মন্তব্য করুন