Skip to content

রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলছি – রাব্বি মোল্লা

রবিন্দ্রনাথের উদ্দেশ্যে বলছি,
আপনি কী কখোনো শহরের বৃষ্টি দেখেছেন ?
হয়ত তা কিছুটা ঝাঝালো,অত শুভ্র নয়
কিন্তু সড়ক বিভাজকের ঐ কাঠবাদাম গাছের কাছে তার মাহাত্ন্য অনেক।
কম না কিছু বেইলি রোডে হাটতে থাকা সদ্য প্রেমে পড়া যুবক যুবতির কাছে।
আপনি যদি কোনো এক ছাদে শখ করে শাড়ি পড়া
কোনো তরুনীকে দেখতেন
শত সহস্র কবিতা হয়ত
আপনার কলম বেয়ে ঝরে পড়ত,
বাঁধা খাতার পাতায় পাতায়।
আপনি কল্পনায় কী কখোনো ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে
বাড়িয়ে রাখা হাত দেখেছেন ?
একফোঁটা বৃষ্টির আশায়।
কিংবা বৃষ্টির অন্তর্জালের ফাঁক দিয়ে
রকিং চেয়ারে দোল খেতে খেতে
কোনো কিশোরীকে কবিতা পড়তে দেখেছেন?
জানালার কার্নিশে বসা আধভেজা কাককে দেখেছেন?
তারের জঞ্জালে আটকে থাকা
বৃষ্টিভেজা ঘুরি দেখেছেন?
ধূলোয় ভরা শহরে বৃষ্টিতে প্রান পাওয়া
রংধনু দেখে কোনো শিশুকে মা মা বলে চিৎকার করতে শুনেছেন?
আপনি কী শহরের বৃষ্টির ছাঁট গায়ে লাগিয়ে
আমার মতো কোনো অধম কবিকে,
কবিতা লিখতে দেখেছেন?

মন্তব্য করুন