Skip to content

রক্ত-মাটির টান-শুভশ্রী রায়

বীরভূম, তোমার কাছে যাবই অনেক সময় নিয়ে
পড়েছি মোহঘোরে, রাঙা মাটি আজকাল বড় ডাকে
উদাসীন সৌন্দর্য, পথে পথে বৈরাগী ধুলো নিজস্ব
দেখা হবে বহু দিন পরে, দু’হাত বাড়িয়ে টেনে নিও;
ময়ূরাক্ষীর বাঁকে বাঁকে কবিতা, কুড়িয়ে নেব তাকে।

অদৃষ্টের রসিকতায় জন্ম তোমার মাটিতে হয়নি,
আমার পূর্বপুরুষের শেকড় মৃত্তিকার গেরুয়ায় প্রোথিত
জীবন জুড়ে তুমি থাকবে আমার মন আর কলমে
আটপৌরে সম্পদ তোমার আঁচলে বাঁধা, কাছে যাব
অজস্র কাহিনী ওড়ে, কিছু বলার, কিছু অকথিত।

মন্তব্য করুন