বাংলা মোদের তাজা প্রাণের
শহীদ রক্তের ভূমি
মায়ের মতই আপন হৃদে
বাংলার মাটি চুমি।
লাল সবুজের পতাকাটা
পেলাম তাজা প্রাণে,
লাখো শহীদ স্মৃতির ভিড়ে
আছে রক্তের ঘ্রাণে।
বাংলার মাটি আমার কাছে
সোনার চেয়ে দামি,
বাংলা ভাষায় কাব্য লিখেই
হবো বিশ্বে নামি।
বাংলার বুকে জন্ম আমার
বাংলা মুখের বুলি,
মায়ের ভাষা আপন জ্ঞানে
বিশ্বের সামনে খুলি।
সম্মান করি সকল ভাষার
নিজের ভাষা শীর্ষে,
আমার কাব্যের আলোক রশ্মি
খ্যাতি ছড়ায় বিশ্বে।
বাংলা ভাষার মানটা মোরা
রাখি সবার আগে,
বাংলা ভাষায় কথা বললে
হৃদয় শান্তি জাগে।
বাংলা ভাষায় সেরার মুকুট
পরবে সকল কবি,
লেখার মাঝে উঠবে ফোঁটে
বাংলা মায়ের ছবি।