Skip to content

রক্তের দোষ – MaDDy

ব্লাড ব্যাংকে সাজানো রক্তের বোতল গুলোর গায়ে ধর্ম বা জাত পাতের একটা লেভেল সেঁটে দেওয়া হোক;

রক্তে যদি একটু বর্ণ পরিচয়টাও মিশিয়ে দেওয়া যায় তার দিকে একটু খেয়াল রেখো;

খেয়াল রাখতে হবে প্রতিটা বিন্দু থেকে হিংসার জীবাণুরা যেন বিলুপ্ত না হয়ে যায়;

প্রতিবাদ একটি মারণ রোগ, ওই জীবাণুদের সমস্ত কণিকা থেকে সমূলে উৎখাত করে দিও;

শিক্ষার অণু পরমাণু ঘুনাক্ষরেও যেন টের না পায় এই রক্তের,
বড্ডো প্রশ্ন করে শিক্ষিত ওই রক্ত গুলো;

প্রতিটা বোতল, প্রতিটা প্যাকেটকে সযত্নে বরফে মুড়ে রেখো, গরম রক্তের আজ কোনো প্রয়োজন নেই;

আমরা শান্তি প্রিয় মানুষ, আমাদের ঠান্ডা রক্তই ভালো;

বুদ্ধিজীবী আর নিন্দুকেরা পথে ঘাটে রক্তের দাগ দেখলেই কলম ধরে; ওটা ওদের রক্তের দোষ

আমরা ভীষণ ব্র্যান্ড প্রেমী, পারলে রক্তের একটা ব্র্যান্ড বানাও, বেঁচে থাকতে তো আর দাম পাওয়া যায় না … ;

তুমি কিন্তু ভালো খদ্দের ধরতে ভুলো না,

টাকা উড়ছে, একটু চড়া দামে বেচো, প্রতিটা বিন্দুতে কারো না কারো খাটুনির ঘাম মিশে আছে,
উপযুক্ত দাম না পেলে এ দোষ কাটবার নয় !

মন্তব্য করুন