কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৩-১০-২০২৪ ইং
************************
সেইদিন হৃদয়ের আয়নায় দেখেছিলাম তোকে,
মুহুর্তের জন্য এসেছিলে অনুভূতির ভূ-লোকে।
আবছা আবছা ভেসে উঠে এখনো সেই মুখ,
ঝিলিক দেওয়া শরীর হাসিমাখা মুখ- একুট সুখ।
এ সুখ নিয়েই বেঁচে আছি অনেকটা মৃত্যুর মত,
শুধু ক্ষণে ক্ষণে তোর ছবিটা ভেসে উঠে সতত।
কভূ লিখতে চাইনি তবু তুই এসেছিলি ঝড় হয়ে,
হৃদয় কবিতার চরনে চরনে শিহরিত কাব্য লয়ে।
এখন তুই এক প্রেমের মহাকাব্য- যেমনি রৌদ্র হয়,
তেমনি প্রখর! তেমনি প্রথম প্রেমের সোনালী সূর্যদোয়।
এত শ্রাবণের ধারা এত অপরূপা রূপ আর কার হয়!
যে প্রেম একবার হয়,সে আর কারোর একার নয়।
কিন্ত জানি না, তুই কি বুঝেছিলি সেই ভাষা ?
তবু আমি প্রেম হয়ে বুঁনেছিলাম অযূত আশা।
—————————————–