Skip to content

যা জানা যায় না – সারোয়ারে জুলফিকার

কেমন ঘুম ঘুম চোখ..
তবুও সহস্র বিনিদ্র রাত্রির অপেক্ষা!
পৃথিবী মরে গেলে যদিও বাকী থাকে সাদা বামন-
মানুষ মরে গেলে তাও নয়
তবু মরে যায়, মরে যেতে হয়..

কোন এক কালে এসেছিলেম, মনে নেই
কিছু স্মৃতি জমে আছে, কিছু মুছে গ্যাছে অন্ধকারে
কতগুলো শীত এলো, না বলেই গ্যালো চলে,
অলক্ষ্যে কবিতা এলো কতেক, অলক্ষ্যে গ্যালো মুছে
লেখা হলো কই? অথচ মানুষ মরে যায়..
মরে যেতে হয়, হয় না কি?

মন্তব্য করুন