যদি দূরত্ব চাও তবে শোনাবো তোমায় তৃষ্ণার কিছু গান
প্রতিটি চরণের রন্ধ্রে-রন্ধ্রে তোমাকে দেখার টান।
যদি ছুঁড়ে দাও অবহেলাময় গহীন সাগরে
ডুবুডুবু হয়ে ডাকবো তোমায়, ব্যঞ্জিত আদরে।
যদি ডেকে বলো শ্রাবণরাতে শোনাও আমায় গান
সজল চোখে শোনাবো তোমায়,অসুখ পরিত্রাণ।
যদি মুখে বলো তোমার ছুঁয়া বড্ড প্রয়োজন
অরূপ হয়েও বলবো তোমায়,এই তো আজীবন!
১৫-১০-২৪