Skip to content

যদি আমির হতাম – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

যদি আমির হতাম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৭২০২৪ ইং

আমির হলে এমন হতাম
সত্যি কথার মেইল,
চলচ্চিত্রে থাকতো না আর
শাকিব খানের বেল।

খন্দকার ওই মুশতাক চাচার
নামতো প্রেমের ধস,
মাহিয়া মাহি মানতো তিশা
আমিই তাদের বশ।

অপু বিশ্বাস শিরিন শিলা
বুবলি আপু মীম,
একে একে ধরতো লাইন
গড়তো প্রেমের টিম।

পরীমণি কেয়া রানি
খাইতো প্রেমে ক্রাশ,
জগৎ সেরা সুন্দরীরা
মৃত্তিকাতে ঠাস।

হালি হালি ডর্জনে মোর
হইতো বিয়ের বৌ,
ভ্রমর হয়ে ছুটে যেতাম
আহরণে মৌ।

ভাগ্য ভালো হইনি আমির
খুব সাধারণ বর,
তাইতো তাদের জিত হয়েছে
পাইছে বাসর ঘর।

মন্তব্য করুন