Skip to content

যথেষ্ট

গাছকে ‘গাছ’ বললেই যথেষ্ট,
নুনকে ‘নুন’ বলা মানেই তো যথাযথ বলা হল।
তবুও চিরঞ্জীব গাছকে বলে ‘বৃক্ষ’
নুনকে বলে’লবন’।

‘কিশোরী’ বললেই যথেষ্ট,
তাতেই ধেড়েরা নড়েচড়ে বসবে,
কিন্তু, চিরঞ্জীব বলে ‘বয়ঃসন্ধির বালিকা’!
উপরের নীল আকাশে সোনালী মেঘ কল্পনা করে,
শেড বিকেলের নদীর চর কল্পনা করে,
মরা নদীর চরে সাপের মাথার উপর
ব্যাঙের নৃত্য কল্পনা করে ‘গান’ও বানায়।

মন্তব্য করুন