Skip to content

মোরা শ্রমিক – অথই মিষ্টি

শ্রমিক মোরা, সবার সেরা
‎পাইনা হে তার সম্মান
‎সকল কাজে, সকাল সাঝে
‎লাগিয়ে দেই মোদের প্রান।

‎ঘাম ঝড়িয়ে, সময় ফুরিয়ে
‎ঘেটে যাই দিন রাত
‎ঘামে ভেসে, মুখে হেসে
‎দিন শেষে খাবো বলে ডাল-ভাত।

মন্তব্য করুন