Skip to content

মেয়েরা হোক ঝিনুকের মতো — জামাল ভড়

মেয়েরা হোক ঝিনুকের মতো
ঝিনুকের পেটে থাকে যেমন মহামূল্যবান মুক্তা
রূপবৈচিত্রেও তুলনা বিরল
অন্তরে থাকে কোমল দেহ মন
মেয়েরাও তেমন কাদামাটি দিয়ে তৈরি
কোমল মনের অধিকারী
সরল মনের মেয়েরা বারবার প্রতারিত হয়
আগ্রাসী পুরুষের কাছে
দলন মলন পীড়নের শিকার ।

মেয়েরা হোক ঝিনুকের মতো
প্রতিরোধ করার ক্ষমতা
আগ্রাসন হতে বাঁচার একটা শক্ত আবরণ ।

মন্তব্য করুন