Skip to content

মেহেরিন ম্যাম – মোঃ রুহুল আমিন

মাইলস্টোনের বিদ্যাপিঠে
আগুন এলো উড়ে,
ছটফট করে শিশুরা সব
আগুনে তাই পুড়ে।

শিক্ষিকা ওই মেহেরিন ম্যাম
ছিলো শ্রেণী কক্ষে,
সন্তান তুল্য শিশুদের তাই
আগলে রাখে বক্ষে।

নিজের জীবন বাজি রেখে
ওদের উদ্ধার করে,
স্বার্থের জন্য যায়নি ফেলে
তাদের থেকে সরে।

আগুন কূপে ধোঁয়ার মধ্যে
নিজে ঝাঁপাই পড়ে,
সন্তানগুলোর রক্ষা করতে
একাই গেলেন লড়ে।

অভয় দিয়ে সামনে গিয়ে
সাহস শক্তি দিলো,
আগুন থেকে রক্ষা করতে
ঝাপটে ধরে নিলো।

নিজের কথা নেইতো মনে
দগ্ধ শরীর নিয়ে,
আগলে রাখে সন্তানগুলো
মায়ের স্নেহ দিয়ে।

মেহেরিন ম্যাম জীবন দিয়ে
শিক্ষা দিয়ে গেলো,
জাতির কাছে অমর হয়ে
গভীর শ্রদ্ধা পেলো।

মন্তব্য করুন