মেঘ ডাকে গুরুগুরু
বাজ পড়ে কড়কড়
মড়মড় ভাঙে কিছু,
বুক করে ধড়ফড় !
শনশন বহে বায়ু,
বারি ঝরে টুপটুপ
ঘুটঘুটে আঁধারেতে
পাড়া যেন নিশ্চুপ!
চনচন করে পেট,
খুউব খিদে পেয়েছে
গনগনে আঁচেতে মা
খিচুড়ি তাই রেঁধেছে!
………