নীল আকাশ পরেছে ঢাকা, মেঘের ঘনঘটা।
সারাবেলা মুখ করে ভার কেটে যাচ্ছে বেলা।
কখনো বা ঝমঝমিয়ে নামছে বারিধারা,
কখনো বা ঝিরঝিরিয়ে পুষ্পবৃষ্টি হচ্ছে মন কাড়া।
মেঘের খেলা দেখে দেখে কাটছে সময় অবিরত,
বেলা কখন যায় ফুরিয়ে রাখছে না মন হিসেব ততো।
সুবজেরা হচ্ছে আরো সবুজ প্রতি মুহূর্তে,
আলো-মেঘের লুকোচুরি ঘিরছে নতুন আবর্তে।
সারাদিনের পরে যখন গোধূলি নামে আকাশে,
আলো মেঘের সমারহে মন ভরে যায় আবেশে।
কখনো বা বিকেল বেলাও মেঘের ঘটা খানা,
দেখে দেখে মন ভাবে যে উড়তে তো নেই মানা।
মেঘের সাথে উড়াল দিয়ে মন পাখি যে কত,
যায় উড়ে সে দূর আকাশে বাঁধন খুলে যত।
আঁধার হলে ঘরকে ফেরে, যেমন ফেরে পাখি।
আবার কবে দেবে উড়াল স্বপ্ন দেখে আঁখি।
অনেক ভালো লিখেছেন।
ধন্যবাদ।।