আমার জীবনটা নিষ্প্রাণ ও অন্ধকারাচ্ছন্ন এবং
অনুগ্রহপ্রাপ্ত,
বৃষ্টি ঝরে পড়ে এবং বাতাস কখনও প্রতিকূল হয়ে
যায় না,
আমার চিন্তা এখনও লেগে থাকে খোলসে আবৃত
অতীতে,
তারুণ্যের আশা ঝরে পড়ে এবং দিনগুলো হয় অনু-
গ্রহপ্রাপ্ত
দৃঢ় হও দুঃখী হৃদয়, আগ্রহী হও পুনরুজ্জীবিত হও-
য়াতে
মেঘের পিছনে সূর্য এখনও রশ্মি ছড়ায়, এমন ভাগ্য
সবারই জোটে
প্রত্যেক জীবনেই কিছু মেঘলা দিন থাকে, দিনগুলো
অবশ্যই অন্ধকারাচ্ছন্ন এবং অনুগ্রহপ্রাপ্ত হয়ে থাকে।
(সংগৃহীত)