Skip to content

মৃতদের রাজধানী

শহরের সব ঘুণপোকাদের ভীড়ে,
আমরা যখন যাচ্ছি ঘরে ফিরে,
সবাই একাই যাচ্ছি ঘরে ফিরে;
তখন কোথাও মনের উল্টো স্রোত,
নেয় ভাসিয়ে ঘরে ফেরার পথ,
তোমার কাছে হারিয়ে যাওয়ার পথ;
সব ঠিকানা মৃতদের রাজধানী,
জীবনের খামে নি:শ্বাস সাবধানী।
কতদুরে গেলে বলো বিষাদের হবে ছুটি?
আমাদের তাড়া করে সেই জিজ্ঞাসা; ভ্রুকুটি।
আমাদের চেনে পথিকের পরিচয়,
ম্লান সাহসে জলছাপ ফেলে ভয়,
সব হারাবার জীবন প্রাচীন ভয়;
পথ ধরে এই অগোছালো যাওয়া আসা,
পাথর চোখে কাঁদছে কত বিগত ভালোবাসা,
আমাদের ছেড়ে দেয়া অগুনিত ভালোবাসা;
সব ঠিকানা মৃতদের রাজধানী,
সব মিছিলের নি:শ্বাস সাবধানী।
যতদূর গেলে বিষাদের হবে ছুটি
সেই পথ চেয়ে বুড়ো হয় ভ্রুকুটি।

মন্তব্য করুন