Skip to content

মুগ্ধ ঝরুক – আনোয়ার হোসেন চৌধুরী

আপাতত শহরটা অশান্ত হয়ে আছে,
ভয়ানক অশান্ত,
হঠাত থতমত-
মানুষ সংগঠিত ও সুন্দর মুগ্ধের মতো।
বিপ্লবীদের পানি খাওয়াতে এসে ছেলেটা,
স্বৈরাচারের আক্রোশ ভরা রাস্তায়-
চোখের পানি হয়ে ভিজে গেলো।
প্রতিটি মায়ের আঁচলে,
প্রতিটি বোনের ওড়নায়,
প্রতিটি ভাই এর রূমালে,
প্রতিটি বন্ধুর বুক পকেটের নিচে হৃদয়ে,
দহনের ঝর্না হয়ে আরো তৃষনার্ত-
করে গেলো বিপ্লব।

মিছিলের শেষে গোধুলীর আকাশে,
গোল্ডফিশ রঙ ধরে থমকে যাওয়া মেঘ,
সারাদিনের তৃষিত মানচিত্র তুলে ধরছে।
জুলাই মাসের পতাকা লাল,
অসুস্থ রাষ্ট্রের মুগ্ধরা ধরবে হাল,
থাকবে তাদের কাছেই পরম যত্নে,
যতদিন না কাটে দেশের ক্রান্তিকাল।
মধ্যাহ্ন সুর্যের মতো-
কদম ফুল ফুটেছে গাছে গাছে।
শহুরে দাঁড়কাকটাও নিথর চেয়ে আছে,
এমন সময় আসে না বারে বারে।
বর্ষনও হয়েছে বর্ষার ধারে ধারে।
এই শহরে কি একটা,
মুগ্ধ পানির ফোয়ারা হতে পারে?
যেখান থেকে অনবরত পানি ঝরবে,
দিন-রাত চাঁদের বুক চিড়ে-
জ্যোৎস্না মিশ্রিত স্বচ্ছ রুপালি পানি,
শীতল করা পানি,
হিম ধরা পানি,
শিশির ঝরা পানি,
শহরের তৃষ্ণা মেটাবে,
বিপ্লবের তৃষ্ণা মেটাবে।
মিছিলের তৃষ্ণা মেটাবে।

যে স্বৈরাচার আজ সবার মুখ বন্ধ করতে চাইছে,
যে পুলিশ আজ ছাত্রদের মুখ চেপে ধরেছে,
যে ড্রাইভার আজ নিরীহ ছাত্র বোঝাই প্রিজন ভ্যান চালাচ্ছে,
যে থানার অফিসার আজ তার শিক্ষকের পথ রোধ করেছে,
যে সেনা কর্মকর্তা আজ ক্যামোফ্লাজ ইউনিফর্মে-
দেশের ভবিষ্যতের উপড়ে কারফিউ দিচ্ছে,
রাতের নিস্তব্ধতায় ব্লক রেইড দিচ্ছে যে অন্ধকার ব্যাটালিয়ন,
সাংস্কৃতিক যে দালাল চরিত্রে এক্যুরিয়ামের সুশীল নামধারী-
সচেতনতার নামে ঘুমের আগে নিজেকে অহেতুক সান্তনায় যারা,
নিশ্চুপ অন্যাকে প্রশ্রয়কারি যারা,
ভিন্ন ধারায় অসহনশীল কুৎসিত মানুষ যারা কথায় কথায়-
ভিন্ন মতের ট্যাগ লাগাতে সুবিধা বোধ করে,
সাধারন জনগনকে যারা ভয় পায়,
তারা সবাই মুগ্ধতে তৃষ্ণা মেটাবে।
সবার জন্যই মুগ্ধতে পানি থাকবে।

শহরের যে ফোয়ারাটি সুবিধা ভোগী কারো-
প্ররোচনায় বন্ধ রাখা হয়েছে,
তা আবার মুগ্ধ নামে চালু হোক।
মুগ্ধ ঝরুক প্রতিবাদ হয়ে,
মুগ্ধ ঝরুক মিছিলের গলা ভিজিয়ে,
মুগ্ধ ঝরুক স্লোগান হয়ে,
মুগ্ধ ঝরুক সাহসিকতায়,
মুগ্ধ ঝরুক নির্ভয়ে,
মুগ্ধ ঝরুক অধিকার নিয়ে,
মুগ্ধ ঝরুক আন্দোলনের প্রতীক হয়ে,
মুগ্ধ ঝরুক শান্তি হয়ে শহরে,
অভিবাবকের নিশ্চিন্ত ঘরে ঘরে।
ভাই এর হাত ধরে,
বোনের পথ নিরাপদ করে,
বন্ধুর শপথে স্বৈরাচার মুক্ত নতুন দেশের ভোরে-
মুগ্ধ ঝরুক।
হোক না একটা মুগ্ধ ফোয়ারা এই শহরে।
………………………..
২ আগস্ট, ২০২৪
মিন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন