Skip to content

মুখোশে ঢাকা থাক — সঞ্জয় আচার্য

সারাটা দিন আশঙ্কা দানা বেঁধে আছে
লতা পাতা ঘাসে
যদি অসুখ ভেসে আসে ছায়ার নিঃশ্বাসে ।
তোমার সংলাপ মুখোশে ঢাকা থাক।

যতটুকু ছড়িয়েছে কালবেলা অনাহার তারও বেশি
ঘরে ফিরবে বলে স্বাধীন ঘর এখনও ভিনদেশি ।

সীমানা সিল করে দিয়েছো তো,
ছায়া আরও ছোট হয়ে যাক,
তোমার সংলাপ মুখোশে ঢাকা থাক ।

নদী আর স্রোত,প্রেম আর প্রেমিকার মাঝে
ছিল নাকি কোনোদিন ছায়াহীন গাছ ?
এ বিকেলে সেও তো পেয়ে গেছে
ভয় ভয় মৃত্যুর আঁচ ।

দূর তো দূরের কাহিনি খোঁজে ঠিকানা বিহীন
প্রপঞ্চ ও মায়া, পৃথিবী ও একলা পৃথিবী
আরও একলা হয়ে যাচ্ছে সে পথে, যাক ।

এখন, মুখোমুখি দাঁড়িয়েছে মৃত্যু ও জীবন
দুজনের মুখই মুখোশে ঢাকা থাক ।

সঞ্জয় আচার্য
20A/3 শীল লেন, ট্যাংরা
কলকাতা 700015
9830437268

মন্তব্য করুন