হারিয়ে যাবো কোনো একদিন
আলো-ছায়া আর তারাদের ভীড়ে ,
খুঁজে পাবে না কেউ কোনোদিনই
আবছা আলোর এই শহরে ।
আমার জন্য নয় এ শহর
মানুষের এখানে বড়াই খুব ,
হিংসা আর ছলে দুনিয়া ভরা
বিশ্বাসঘাতকতায় দিচ্ছে ডুব ।
বাঁচতে চাইনা এমন ভাবে
সঙ্গে নিয়ে এ মিথ্যে শহর ,
তারাদের দেশে যাবই চলে
হাঁসবো সুখে দুইটি প্রহর ।