Skip to content

মা স্বর্গ নরক – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মা স্বর্গ নরক  ( মমতাময়ী মা জননী)
মোঃ ইব্রাহিম হোসেন

মা কথাটি ছোট্ট খুবই
মিষ্টি মধুর লাগে,
মায়ের পরশ পেলে ভবে
সকল বিপদ ভাগে।

মায়ের মতো কেউ হবে না
সর্বলোকে বলে,
করতে হবে ভক্তি মায়ের
স্বর্গ পেতে হলে।

কষ্টে বহু ন’মাস দশদিন
গর্ভে ধারণ করে,
জন্ম দিলেন মা জননী
এই পৃথিবীর ‘পরে।

মায়ের তরে দেখলে ভুবন
আজকে মহা সুখে,
ভুল করে ভাই মায়ের প্রতি
উহ্ করো না মুখে।

সারাজীবন পূরণ করেন
তোমার দাবি যত,
মা যে তোমার স্বর্গ-নরক
তাঁর কাছে হও নত।

মন্তব্য করুন