Skip to content

মার্জনা – মোঃ ইব্রাহিম হোসেন

মার্জনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০১-২০২৪ ইং

ক্ষুদ্র আমি শিষ্য গুরুর
আমি সবার ছাত্র,
অ আ ক খ বর্ণমালায়
কলম ধরি মাত্র।

ভুল যদি হয় চাই যে ক্ষমা
ক্ষমার পড়ি মন্ত্র,
মাটির গড়া মানুষ আমি
নই তো লোহার যন্ত্র।

ছোট্ট করে লিখে দিলাম
মার্জনার এ পত্র,
গুণীজনে সর্বক্ষণে
উপস্থিতি যত্র।

মন্তব্য করুন