Skip to content

মানুষ নামের কলঙ্ক – মোঃ রুহুল আমিন

মানুষ রূপে বনের পশু
আছে বাংলা জুড়ে,
মিশে গিয়ে মানব মাঝে
খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।

পাথর দিয়ে মানুষ মারে
ওঁরা পশুর জাত,
বাংলাটাকে রাখতে ভালো
ভাঙতে হবে দাঁত।

এমন দানব ছিলো নাকো
প্রাক জাহেলি যুগে,
দেখে চেয়ে মরছে ক্যামনে
পাথর আঘাত ভুগে।

হত্যা যজ্ঞে উল্লাস করে
আনন্দে তাই মাতে,
বিবেকবোধে বলবে সবে
ওঁরা পশুর জাতে।

পাথর দিয়ে মানুষ মারে
দিনদুপুরে যাঁরা,
জন্ম ওদের বনের পশুর
দূষণ রক্ত ধারা।

পশুর রক্তে জন্ম যাদের
পশুর বোধে চলে,
রাক্ষুসগুলো হিংস্র রূপে
থাকে তাহার ফলে।

জবাব দিতে হও আগুয়ান
এসো সকল জনে।
চাঁদাবাজি …….সন্ত্রাসীদের
পাঠিয়ে দেই বনে।

মন্তব্য করুন