Skip to content

মানুষের জাত – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মানুষের জাত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৫-২০২৪ ইং

মানুষের জাত এক
সে তো মহা-শ্রেষ্ঠ,
আমির ফকির হোক
খাটো কিবা জ্যেষ্ঠ।

হিন্দু বা মুসলিম
তবে কেন রুষ্ট ?
বিভেদের বেড়াজাল
ভেঙে হোক জুষ্ট।

মানুষের সেবা দান
ঈশ্বর এ কর্মে,
বাইবেল ত্রিপিটক
গীতা দ্বীন ধর্মে।

সৃজনকারী তো এক
তবু পথভ্রষ্ট,
বিবেকের বলিদানে
দেয় বৃথা কষ্ট।

পৃথিবীর যত লোক
ভূতলের সৃষ্টি,
রবের আজব খেলা
শুক্রতে কৃষ্টি।

মানুষের সেরা রূপ
মায়াবতী মিষ্টি,
বিধির নিয়মে গড়া
দাও শুভ দৃষ্টি।

মন্তব্য করুন