যেখানেই যাই
চারপাশ ঘিরে ফেলে অনেক মুখ,
সবাই বোঝাতে চায়
তারা কতটা বেশী প্রতিভাবান।
সুক্ষ্ম বুদ্ধির কারুকার্যের ভার এবং ধার
বেশিটাই কৃত্রিম, ভ্রান্ত, এবং উদ্দেশ্য প্রণোদিত।
মুস্কিল একটাই, আমিও ব্যতিক্রমী নই,
বাসনা পুর্তির দৈনন্দিন বুভুক্ষু ভিখারির মতোই,
এই পার্থিব চরাচরে, বসে থাকি ওৎ পেতে,
মানসিক দারিদ্রতার দায়ভার থেকে মুক্তি পেতে।
নীতিহীনতার সামিয়ানার নিচে হিসেব করতে বসে,
নিজের সৎ ভাবমূর্তির প্রতিষ্ঠা, ধূলিসাৎ অসীম অনন্তে।
মানব সভ্যতার তকমাটা থেকে কপটতার দুর্গন্ধে
ঢাকা পড়ে যায়, বন্য প্রাণীদের উদরপূর্তির হিংস্রতা,
কুম্ভীরাশ্রু মোচন করে, মনের কালীমা ধোয়া যায় না।
ছাপোষার দলে নাম লিখিয়ে, নির্লিপ্ত থাকতে থাকতে,
চেতনাগুলো বিভীষিকায় হারিয়ে যায় অজান্তে,
সিঁদুরে মেঘটা হঠাৎই, দাবানল হয়ে যায় চকিতে।