Skip to content

মাতৃকা ~ মো. ইবাদুল হক পাপ্পু

বড় হয়েছি, বড় নইতো মোর
মাতার কাছে,
আমিই তোমার খোকা, চিরকাল রব
জননী তোমার কাছে।
মনে ছিল ভয়, ছিল সংশয়
চলতে শিখিয়েছ তুমি,
তুমি হলে মোর মহাকাব্য
মোর শ্রেষ্ঠত্ব তুমি।
তুমি ছাড়া মোর ধরণীটা যে
অন্ধ হয়ে রবে;
তোমার আচঁলে চোখ মুছে মোর
দুঃখ গুছে যাবে।
একবার নয় দুইবার নয় বারবার তুমি
অধুনা;
তোমার কোলে মাথা রেখে মোর
গুছবে সকল বেদনা।

মন্তব্য করুন