সুফল মাঝি
কাজের পাজি,
বিকেল হলে
যাবেই চলে,
পথটি ধরে
চলবে জোরে,
আগুবা পিছু
দেখেনা কিছু,
ডাকছে তারে
হাতটি নেড়ে,
ভাঁটটি শালা(র)
দুইটি চালা।
গিয়েই সেথা
ঝুঁকিয়ে মাথা,
কিনবে’মাল’
বিকিয়ে চাল,
বসবে চেপে
ওজন মেপে,
করবে শুরু
মদযে গুরু,
আলুর চাট
বালাই ষাট।
ফিরবে যখন
রাত্তির তখন,
পা টল টল
মাথা টলমল,
কইবে কথা
আ-মাপা যথা,
বাপ ঠাকুরদার
করবে উদ্ধার,
চোখ ঢুলঢুল
খুন সংকুল,
জিগায় যদি
উদার হৃদি,
হাসবে হাসি
দমকে কাশি,
বিড়িতে ফুঁক
দেবেই সুখ,
এমনি ভাবে
কাটিয়ে দেবে,
জীবন বাজি
সুফল মাঝি।।
==========