মসজিদে যাই চল্ (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৬-২০২৪ ইং
এক নায়েরই যাত্রী মোরা এক একতায় বল,
দল বেঁধে আয় আয়রে সবাই মসজিদে যাই চল্।।
মহান প্রভু হবেন খুশী
অন্তরে রব যদি পুষি,,
আসবে তবেই নিয়ামত ও রহমতেরই ঢল।
দল বেঁধে আয় আয়রে সবাই মসজিদে যাই চল্।।
ইসলাম হলো শান্তিরই গাছ কোরান হাদিস বলে,
অঙ্গ শীতল মনটা জুড়ায় সেই গাছেরই তলে।।
তাই তো সবাই আয় করি পণ
মর্ত্যমোহের নাই প্রয়োজন,,
দ্বীনের খুঁটি ধরবো হাতে বাড়বে বাহুর বল।
দল বেঁধে আয় আয়রে সবাই মসজিদে যাই চল্।।
নামাজ রোজা পাঁচ কালিমা হজ্জ যাকাতের জুটি,
এই পাঁচই ভাই ঈমানি বল ইসলামেরই খুঁটি।।
দ্বীনের নবী সঙ্গে আছেন
উম্মতেরই তরে কাঁদেন,,
তাঁর স্মরণে দরূদ পড়ে ফেলি চোখের জল।
দল বেঁধে আয় আয়রে সবাই মসজিদে যাই চল্।।