Skip to content

মনে পড়ে-ফরহাদুল ইসলাম মোহন

আরো একটু রাত গভীরে, তোমায় ভীষণ মনে পড়ে
যে তোমারই নেই কোন গোচর অবয়ব
সুখের তরে দুঃখ রচি, প্রতীক্ষাতেই ভালো আছি
দূরের মানুষ দূর থাকাতে সুখ যে অভিনব!
যে তোমারই নেই কোন গোচর অবয়ব।

এই যে আলো,আকাশ কালো
মেঘের যত ব্যাথা,
খুব সহজে যায় যে বলে অমোঘ কিছু কথা।
শুনতে কি পাও,তারই মাঝে আমার কলরব?
যে তোমারই নেই কোন গোচর অবয়ব।
~ফরহাদুল ইসলাম মোহন
২৮-০৮-২৪

আরো একটু রাত গভীরে, তোমায় ভীষণ মনে পড়ে
যে তোমারই নেই কোন গোচর অবয়ব
সুখের তরে দুঃখ রচি, প্রতীক্ষাতেই ভালো আছি
দূরের মানুষ দূর থাকাতে সুখ যে অভিনব!
যে তোমারই নেই কোন গোচর অবয়ব।

এই যে আলো,আকাশ কালো
মেঘের যত ব্যাথা,
খুব সহজে যায় যে বলে অমোঘ কিছু কথা।
শুনতে কি পাও,তারই মাঝে আমার কলরব?
যে তোমারই নেই কোন গোচর অবয়ব।

২৮-০৮-২৪

মন্তব্য করুন