Skip to content

মনের পশু জবাই ক র্- মাহমুদুল মান্নান তারিফ

মনের পশু জবাই কর্
মাহমুদুল মান্নান তারিফ

এলো-রে কুরবানির ঈদ
ভেঙে ফেল্ রে চোখের নীদ
মনের পশু জবাই কর্।
ইসমাইল জবীহুল্লা’রে
ইবরাহিম দেন লিল্লা’রে
প্রমাণ পাবি কুরান পড়্।

জাহান কাঁপে তাকবিরে
ঈমান আছে তাকদিরে!
স্বচক্ষে কী যায় দেখা!
বিশ্বাসে ভর হৃদয় ঘর
নিঃশ্বাসে ভাব্ ঐ কবর?
চক্ষু বুজলে হায় একা!

ভাঙাবি তোর – কখন ঘুম?
কায়নাত জুড়ে ঈদের ধুম
নুয়ে রবকে সিজদা কর্।
আপন মনে বেশ যেটা
দে’ কুরবানি দে’ সেটা
ঈদগাহে যা সালাত পড়্।

খোদার রাহে আত্মত্যাগ
সৎকাজে-রে হো আবেগ
দে’ কুরবানি “বিসমিল্লা”
এরচে বেশি ফল পাবি!
স্কন্ধে ঝোলা কই যাবি?
ফত্ওয়া দিলি বিশ চিল্লা!

মন্তব্য করুন