আমি যদি পাখি হোতাম,
রোদদুরে তোমার বারান্দায় এসে উকি দিতাম
আমি যদি বিড়াল হোতাম,
তোমার স্নেহকোমল কোলে মাথা জুকিয়ে শুয়ে থাকতাম।
আমি যদি বই হতাম,
তোমার প্রতিটি স্পর্শ অন্তরালে অনুভব করতাম।
আমি যদি ফুল হতাম,
তোমার বাড়ির আঙ্গিনায় রঙ্গের বাহার হয়ে ফুটে রইতাম।
আমি যদি বাতি হতাম,
তোমার সুমিষ্ট মুক দেখিতে সচেষ্ট হতাম।
আমি যদি আয়না হতাম,
তোমার ঘন কালো কেশে মোড়ানো অজস্র মুখের হাসি দেখিতে বেকুল হতাম।
আমি যদি লেপ হতাম,
তোমার দেহে উষ্ণের চাদর হয়ে লেগে থাকতাম।
আমি যদি তোমার প্রতিবেশী হতাম
আমার অবেক্ত কথিত পএ তোমার বাড়ির দরজায় রেখে যেতাম।
হয়তো এ কথাগুলো চিরকাল রয়ে যাবে আমার রিদয়ের ঝুড়ির এক কোনে,
তুৃমি শুধু রয়ে গেছ এক কল্পনার পিঁজরাপোলে,
যা চিরকাল রয়ে যাবে আমার কল্পনাতেই ।।
খুব সুন্দর হয়েছে কবিতাটি।