আগ্নেয়াস্ত্র ভুলে মিছিলে মিশে শহরে
ইঁদুরের মতো লুকিয়ে,_
সপ্তপর্ণে এলো সে প্রেমিক, গোলাপ হাতে
শিথিল হলো গণতান্ত্রিক মিছিল মধ্যরাতে,
দৃশ্যটা চমৎকার!
ধরা যাক সে প্রেমিকের কথা এবার।
মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রেমিকার
কুলগাছে ফুল ফুঁটেছে, তাকিয়ে আছে লাজুক পেঁচা
চমৎকার গন্ধ ফুলের”, প্রেমিকার শরীরের গন্ধে মিলেমিশে একা’কার।
মধ্যযৌবনের প্রলয়ে বুকের মধ্যে খঞ্জনী বাজে প্রেমিকের।
নিঃসঙ্গতা নেই আর
চারিপাশে জোনাকির বিপ্লবী মিছিল
প্রেমিকার কোমড়ের স্রোত দেখে
তীব্র মোচড় দেয় বুকে_”
হঠাৎ সে পেঁচা শব্দ করে ডেকে ও’ঠে।
চারিপাশ বিষণ্ন অন্ধকার গেছে ছেঁয়ে
এখনো অতৃপ্তি প্রেমিকের, চোখেমুখে যৌবনের স্বাদ
বীভৎস লাগছে,
আকাশে যেন আজ নরকের চাঁদ
এটা পাপ” _ এটা মহা পাপ।
আবারো ফিরে এলো নিঃসঙ্গতা
মনের ঘরে,
থেমে’ছে পেঁচার ডাক_
জোনাকির বিপ্লবী মিছিল,
পাপের কথা চিন্তা করে
শত প্রবঞ্চনার পরে, তবু লাগিয়েছে মনের দুয়ারে খিল।