Skip to content

ভোট দিয়েছি, আছে সরকার – শিপুল বাছাড়

লিখতে তো মন চায়
কি লিখবো দাদা ?
ভীড় বাড়ে, ভীড় বাড়ে
লেখক নামজাদা!

সরকার করে শাসন
নিয়ম নানাবিধ,
দেশ ভক্তদের ঢেউ ওঠে
নিরন্ন শহীদ!

পোস্টমর্টেম রিপোর্ট পরিস্কার
অনাহারে স্বাভাবিক মৃত্যু,
বোমা ফ্যালে নি, গলা কাটেনি
তবুও হয়েছে মৃত্যু।

কোথায় বিচারালয় ?
বিচারক কে ?
সব খানেই চর, চরে চরে চরাচর,
ফরিয়াদি কে ?

স্বার্থের রাজনীতি, স্বার্থের দেশ সেবা,
আর কেউ গান্ধী হবে না।
“সুভাষের মাথা বিক্রি ব্রিটিশ সরকারে,”
এ দেশে ভালো কিছু হবে না।

পঁচাত্তর বছরে অনেক নাথুরাম জন্মেছে,
ক্ষুদিরাম জন্মায়নি আর,
চারিদিকে অন্ধকার
“ডুবে আছে ভারতের দিবাকর”

আমার অন্ধকারে মুখ দেখাদেখি করি,
সকলে উলঙ্গ!
যাবতীয় দেশ চালিত নিয়ম
কেউ করে না ভঙ্গো।

কাঙ্গাল জনজীবন কুকুরের মতো
উচ্ছিষ্ট খেতে ভালো বাসে,
উচ্ছিষ্ট পেলে খুশি,
ধনের চূড়ায় কারা ?কী যায় আসে…..

ভোট দিয়েছি,
আছে সরকার,
গণতন্ত্র মাথার উপরে
গরিবের অত মাথা ঘামানো কি দরকার ?

০৩/০১/২০২৩.

মন্তব্য করুন