নগরীর ঘুম ভাঙে ঘুমায় প্রহর
স্মৃতিদের হাতে হাতে মুঠো উপহার
কামোন্মুখ শুন্যতায় ব্যথার বহর
সলাজ গালের টোল চোখে আসে তার।
হাসির আগুন জ্বেলে গ্রাফিতি-কোরাস
সময়ের পাঁজাকোলা মনের শরীর
হাতছানি দিয়ে ডাকে অতীতের ঘাস
শৈশব বকের সারি হারিয়েছে নীড়।
জানালার গ্রীলে শুধু মুখের আঁধার
মেঘের ছাতিম বেয়ে চলে গেছে দিন
বিষন্ন আকাশ নিয়ে বসেছে ওপার
নদীর নিথর দেহ হয়েছে অচীন।
সাদা পাল বেয়ে গেছে শরত সময়
ভুল রঙে নদীতট অনূদিত হয়।