Skip to content

ভালো লাগে না -মতিউর রহমান সরদার

ভালো লাগে না
মতিউর রহমান,
ভালো লাগে না আমার আর এ শূন্য মন,,,
আমার মন চঞ্চল হয়ে ওঠে সারারাত দিন,
ঘুম আসে না আমার চোখে ,
চোখের অশ্রু গড়িয়ে পড়ে খুব উষ্ণ,
ঘুম আসে খুবই কষ্টে,
ভেবে ভেবে আজ রাত পার হবে,
অপেক্ষা করছি শুভ সকালের,
ক্ষেতে গিয়ে দেখবো কখন সোনালী ফসল এর মুখ,
ক্ষেতে গিয়ে সোনালি ফসলে ছুঁয়ে ,ঘোচাবো আজ রাতের দুখ,
বাতাস তুই উড়ে বেড়াস কেন চারিদিকে আর মাঝে মাঝে আমাকে ছুঁয়ে যাস কেন?
চলে যাও খুব দূরে ,আমার চোখের অগোচরে, আমার কাছে আসিস না আর , আমাকে ছুঁস না আর মাঝে মাঝে,
বয়ে যদি যেতে চাস , যা, আমার অসুবিধা হয় হোক,
নাতো চলে যা ,খুব দূরে ,দূরে ,আরও দূরে,
আমার কষ্ট হয় হোক,
গরমে আমি মরে যাই যাব,
শীতে আমি কষ্ট পাই পাবো,
থাকিস তা একভাবে থাক,
তবে এক ভাবে থাক,

মন্তব্য করুন