Skip to content

ভালোলাগা বলতে – প্রণব কুমার সত্যব্রত

ভালোলাগা বলতে, জন্মের পর চোখ খুলে দেখেছি নীলাভ আকাশ।
ভালোলাগা বলতে নিথরের মত দাড়িয়ে থাকা দেবদারু গাছ।
ভালোলাগা বলতে দুষ্ট কোকিলের মিষ্টি মধুর ডাক
আমার ভালালাগা বলতে তবলার তান আর এস্ররাজে বাজানো রাগ।
আমার ভালোলাগা বলতে,ছায়া নিবিড় গ্রামে সেই পরন্ত বিকেল বেলা।
আমার ভালোলাগা বলতে,মাঠে খাটে বন্ধুদের নিয়ে করতাম যত খেলা।
আমার ভালোলাগা বলতে,মিষ্টি শিশুর হাসি তার তুলতুলে নরম গাল।
আমার ভালোলাগা বলতে,বদ্ধ পুকুরে ভর দুপুরে সাঁতার উতাল পাতাল
আমার ভালোলাগা বলতে,মিষ্টি বকুল, শিমুল,পলাশ,হাসনাহেনার গন্ধ
আমার ভালোলাগা বলতে,সৌজন্য জানা সকলের ভালো মন্দ।
আমার ভালোলাগা বলতে,মিটিমিটি তারা জোৎস্নার ধবল চাঁদ।
আমার ভালোলাগা বলতে,পল্লীকবি জসীম উদ্দীনের নক্সকাঁথার মাঠ।
আমার ভালোলাগা বলতে,ফুটে থাকা ফুল বাতাসে দোলানো কাশ
আমার ভালোলাগা বলতে,প্রিয় শরৎ,হেমন্ত ভালোলাগার মাস।

মন্তব্য করুন