Skip to content

ভালোবাসা ছিল । মানুষ আজিজ

ভালোবাসা ছিল নদীর কিনারায়

নিঃসঙ্গ পাখির কাছে

নির্জন রাত্রিরে ।

অরন্যর শুকনো ঝড়া উদাস্তু পাতাতে

শীতে খুব একলা কুয়াশার ভেতর

মধ্যদুপুরের কাঠাল পাতার সর সর শব্দে

বর্ষার সন্ধ্যেতে

রাতের অজানা পাখির সুরে

প্রহরের নরম বেলাতে

ঘুমে জাপ্টে থাকা তোমার ছুয়াতে ।

মন্তব্য করুন