Skip to content

ভাবতে থাকি – রবীন্দ্রনাথ দাস।

ভাবি অন্যদের মতো লিখবো
কিন্তু লিখতে গেলে হয় না।
কতো কি ভাবতে থাকি
অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে,
শব্দের অক্ষর গুলো লুকোচুরি খেলে
তবু কাছে ডাকি ভালোবাসা দিয়ে।

ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ি
কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকে জেগে
শব্দ করে জাগায় আমায় তাড়াতাড়ি
ফোন হাতে নিয়ে বলি কিছু হলো
হৃদয় আর বিবেকের কাছে গিয়ে।

ভাবনার জাল বোনা যেই হয় শুরু
নতুন করে বর্ণ ঝরে পড়ে স্ক্রিনে।
শব্দের এলোমেলোয় তৈরি যা হয়
ভালো লাগে না দৈন্যতার দিনে।

মন বলে ছাড়িস না হাল
সাহিত্যের নৌকায় ভালো যতোটুকু পাস,
এগিয়ে চল তুলে দিয়ে কাব্যের পাল।

মন্তব্য করুন