Skip to content

ভয় – চন্দ্রশেখর ভট্টাচার্য

সবে মাত্র সূর্য ডুবেছে
এখনও দিগন্তে ছড়িয়ে রয়েছে আলো ,
যে পাখি খাবার খোঁজে উড়ে গিয়েছিল
এইমাত্র বাসায় ফিরে এলো ।

সেও জানে এইবার ঘনাবে আঁধার
আঁধারে অনেক কিছু হয় ,
বাসায় রয়েছে দুটো ছোট ছোট প্রাণ
তাদের নিয়েই যত ভয় ।

কে জানে কোন ডাল থেকে
ঝাঁপ দেবে কোন কালসাপ ,
আমাকে নাহয় নিয়ে যাক
ওদেরকে করে দিক মাফ ।

মায়েদের মন জানে কি যন্ত্রনা
কার অভিশাপ লাগে কোথায় কখন ,
এইমাত্র ঝলমলে ছিল
আঁধার ঘনিয়ে আসে যখন তখন ।

মন্তব্য করুন