Skip to content

বড় বাঘ – সাইলা পারভেজ

বল্ বল্ বলবি কি ,
চাঁপাবনে চলবি কি ?
শুনেছিনা ঐ খানে ,
আনমনে আনজনে ,
বড় এক বাঘ থাকে ।

নাম তার বাঘ তবু ,
ভয় তার জঙ্গলে ।
জিজ্ঞাসা করলেই ,
কেঁদে পড়ে আশঙ্কে ।

কপালেতে চোখ তার ,
বড় বড় শিং ।
আজগুবি যত সব ,
খেয়ালে রঙিন ।

চল্ চল্ দল বেঁধে ,
চুপিসারে যাই চলে ,
ঐ খানে আনমনে ।

বাঘ যদি এসে পড়ে ?
দুরু দুরু বুক করে ।
ভয় নেই ভয় নেই ,
জল আছে সঙ্গে ।

দেব গায়ে ঢেলে জল ,
আজগুবি যত সব ,
রূপকথার গল্পে ,
খেয়ালে অনর্গল ।

মন্তব্য করুন