Skip to content

বৈসাদৃশ্য – আহমেত কামাল

বৈসাদৃশ্য
আহমেত কামাল

যেখানে বসে মা
ফুডগ্রাইন নাড়তেন
সেখানে এখন বিলাপ বাড়ির ছায়া।

কুপির আলোয় ভেসে উঠছে,, অভিন্নতা।

আমার হলুদ চোখে কাউকেই দেখছি না,,আর,
কেউ তেমন ডাকছে না
একান্ন-বর্তী কলসিতে।

বড়ো হতে হতে রক্তের সম্পর্কও যেনো বায়োস্কোপ!

বায়োস্কোপের উপর বসে ডাকছে,,,
একটা পালকহীন কাক। থেমে,,,থেমেে।

মন্তব্য করুন