Skip to content

বেমানান চরিত্র – রুতমিলা খান

তোমাদের ভদ্র সমাজে সভ্য কালচারে
হয়তো বিষণ বেমানান আমি আমরা!!
পোষাক নিষেধ তো কথায়ও নিষেধ
হাটবে তো বিড়ায় পায়ে,
ঘোড়ার দৌড় বড্ড বেমানান
পাঠ্য বিষয়ে ও দাড়ি কমায় ভরা
আর সংসারে তো সব ই হাইফেন
তবুও নারী বেঁচে রয় লইয়া ভুল বিশ্বাস!

যদি উচ্ছাসে উঠে নারীর রক্ত সিরা
তবে বাঁধা দিতে দাঁড়াবে ভিত বীরেরা
জ্ঞানের বিচারে ধর্ম রাখিবে আগে
তবে তাহার বিধিতে সব ধর্ম ক্ষমায় জোড়ে!!
এত শত কথার ভীড়ে
হাজার জনের সমীকরণে একজন হয়ে
যদিও প্রতিবাদি হওয়া যায় একনিষ্ঠে
তবে দিতে হবে সব সম্পর্ক বিসর্জন,,
তবে তাতে কি তারা ফিরলে আবার
তখন তো যুদ্ধে জয়ি উজ্জ্বল নক্ষত্র
লক্ষি বায় কিংবা রোকেয়া হয়ে!!
আজকের জ্ঞানী পূরুষেরা তখন
লিখবে সেধে এসে
ইতিহাস রচনায় তার তাহাদের নাম রাখতে!!

লিখা : নাজনীন রুতমিলা খান
০৮/০৯/২০২৩

মন্তব্য করুন