নিস্তব্ধ সন্ধায় যেদিন তোমায় প্রথম দেখেছিলাম,
শরীর – এ লেগে ছিল শীতল হাওয়ার ছটা …
দাড়িয়ে ছিলে তুমি কৃষ্ণচূড়া গাছের নিচে,
সেই তোমার তীক্ষ্ণ নজর , যা বিধে ছিলো আমার বুকে …..
হতস্তম্ভো হয়ে তাকিয়ে ছিলাম ওই মায়াবী চোখের দিকে …
তখন হয়তো ছিলো না বৈশাখ মাস ,
তাও, আমার বুকে উঠেছিল কালবৈশাখী ঝড়….
যা করে ছিল ছিন্ন বিন্নও.. অনবর;
কিছুক্ষণের মধ্যে কোথায় যেনো হারিয়ে গেলে তুমি,
আজও বেঁচে আছো আমরা মধ্যে , তা আমি জানি….