Skip to content

বেগমের কান্না (সনেট) নিত্যানন্দ ব্যানার্জী

এই তো রেখেছি জানু তোমার উরুতে,
হে বাদশা প্রিয়তম; আমি মমতাজ,
কবরে নেমেছ পাশে তোমার শুরুতে,
শেষ হল আজি এই প্রণয়ের সাজ ।

জীবিত ছিলাম যবে প্রধানা বেগম,
পুত্রেষ্ঠি পিপাসা তব মিটাতে না পেরে,
অন্তরায় তুচ্ছ করি’ করিনু সুগম,
আপনার শান্তিস্থল আজি এ’ কবরে ।

স্ফটিক নির্মিত হর্ম্য যমুনা পুলিনে,
আগামীর দৃশ্য ভাসে দু’নয়নে মোর,
রচিলে যে প্রেমকাব্য দিগন্তবিলীনে,
আমি হেরি পরাজিত সম্রাটের দৌড় ।

স্মৃতিস্তম্ভে প্রেমগাথা সাধারণ অতি,
জন সাধারণ যার অগতির গতি।

মন্তব্য করুন